Home ব্রেকিং দেশ বরেন্য শিক্ষক ওয়ালিউল্লাহ পাটোয়ারীর মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা মিলাদ ও...

দেশ বরেন্য শিক্ষক ওয়ালিউল্লাহ পাটোয়ারীর মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত


. শামসুজ্জামান ডলার  : দেশবরেণ্য শিক্ষাবিদ চাঁদপুরের ওয়ালিউল্লাহ পাটোয়ারীর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

রবিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে দেশবরেণ্য এই শিক্ষকের মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর-২ নির্বাচনী আসনের সাংসদ এডভোকেট নুরুল আমিন রুহুল।

ওয়ালিউল্লাহ পাটোয়ারী স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুল মতিন পাটোয়ারী।

ওয়ালিউল্লাহ পাটোয়ারী স্মৃতি সংসদের সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে এবং এই সংসদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জাকির হোসেন জামাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক ভিসি প্রফেসর ডঃ আমিনুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মফিজুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম।

অনুষ্ঠানে মতলবের সাবেক উপজেলা চেয়ারম্যান এড.ফজলুল হক সরকার হান্নানসহ বৃহৎ মতলবের অসংখ্য গুনীজন উপস্থিত ছিলেন।