Home ক্যাম্পাস খবর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম...

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত।

SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :  দেশের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় এবং বেসরকারী বিশ্ববিদ্যালয়ের মধ্যে র‌্যাংকিং এ প্রথম স্থান
অর্জনকারী নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম
শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষ্যে এক বিশেষ আলোচনা অনুষ্ঠানের
আয়োজন করা হয়।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং পাবলিক
রিলেশন্স বিভাগ এর পরিচালক জনাব জামিল আহমেদ এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের,
এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান এবং
বঙ্গবন্ধু পরিবারের সম্মানিত সদস্য জনাব শেখ কবির হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন বেনজীর
আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড এর সম্মানিত
সদস্য জনাব এম. এ. কাসেম, জনাব এম. এ. হাসেম, জনাব মোঃ শাহজাহান, জনাব মাহবুবার
রহমান, মিজ রেহানা রহমান এবং মিজ ইয়াসমীন কামাল।
প্রধান অতিথির বক্তব্যে জনাব ওবায়দুল কাদের, এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের
খুনি কারা, তাদের বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছিলো কে, কারা হত্যাকারীদের রক্ষা
করতে সংবিধান সংশোধন করেছিল তা জানতে হবে! জাতির সামনে এই খুনিদের মুখোশ উন্মোচন
করতে হবে ! এসময় তিনি আরও বলেন, অন্তঃসত্ত্বা , শিশু, নববিবাহিত বধূ সহ ১৫ আগস্ট যে
নৃশংস হত্যাকান্ড ঘটানো হয়েছিল বিশ্বের কোথাও এমন মর্মান্তিক হত্যার নজির নেই!
বিশেষ অতিথির বক্তব্যে জনাব শেখ কবির হোসেন বলেন, আমাদের বাংলাদেশের স্বাধীনতা একমাত্র
সম্ভব হয়েছে কারণ এদেশের মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসতো এবং বঙ্গবন্ধু এদেশের মানুষকে
ভালোবাসতো। এসময় তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির ভূয়সী প্রশংসা করে বলেন, নর্থ সাউথ
ইউনিভার্সিটি একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান এখানে একটি বঙ্গবন্ধু গবেষণাগার তৈরি এর জন্য
ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।
নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, বঙ্গবন্ধুই এদেশের
স্বাধীনতার রুপকার। তিনি ছিলেন এদেশের অসহায় নির্যাতিত মানুষের ভাগ্য উন্মোচনের
ত্রাণকর্তা।এসময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চ এর ভাষণেই এদেশ পরিচালনার সব
দিকনির্দেশনা বিদ্যমান ছিল এবং আজ এদেশের যত উন্নয়ন ও আগ্রগতি হচ্ছে তা সবই বঙ্গবন্ধুর
অবদান।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপ উপাচার্য, অধ্যাপক ড. এম.
ইসমাইল হোসেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের পরিচালক, বিভাগীয়
প্রধান, শিক্ষকবৃন্দ,কর্মকর্তাবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ ।