Home ক্যাম্পাস খবর জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া মাহ্ধসঢ়;ফিল ও আলোচনা সভা

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া মাহ্ধসঢ়;ফিল ও আলোচনা সভা

SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :  স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ^বিদ্যালয় শাখা বঙ্গবন্ধু
সমাজকল্যাণ পরিষদ আজ ২৭ আগস্ট ২০১৯ মঙ্গলবার অধ্যাপক ড. হাবিবুল্লাহ
সম্মেলন কক্ষে এক দোয়া মাহ্ধসঢ়;ফিল ও আলোচনা সভার আয়োজন করে। ঢাকা
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এতে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ^বিদ্যালয় শাখা বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের সভাপতি
অধ্যাপক ড. অসীম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি
অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী
রুবাইয়াতুল ইসলাম এবং বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক
এস এম বাহালুল মজনুন চুন্নু। এতে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়
শাখা বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. ইমাম
হোসেন শেখ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ
তাঁর পরিবারের সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এই দিনে
আলোচনার মাধ্যমে জাতির জনককে শ্রদ্ধা জানানোর পাশাপাশি আমাদের
জনকল্যাণমূলক কাজ করতে হবে। ঢাকা বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে
এধরণের কল্যাণধর্মী কাজের উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে উপাচার্য
বলেন, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদকেও এক্ষেত্রে এগিয়ে আসতে হবে ।