Home ক্যাম্পাস খবর ঢাবি জগন্নাথ হলে সনাতন বিদ্যার্থী সংসদের নবীনবরণ অনুষ্ঠিত

ঢাবি জগন্নাথ হলে সনাতন বিদ্যার্থী সংসদের নবীনবরণ অনুষ্ঠিত


ঢাকা বিশ্ববিদ্যালয় সনাতন বিদ্যার্থী সংসদের নবীনবরণ, কৃতী
শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল ২৭ সেপ্টেম্বর ২০১৯
শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল উপাসনালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই অনুষ্ঠানমালার
উদ্বোধন করেন। জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহার
সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পংকজ নাথ, এমপি। এছাড়া,
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হলের সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম
সরকার, সংস্কৃত বিভাগের চেয়ারপার্সন নমিতা মন্ডল, আইন বিভাগের
সহযোগি অধ্যাপক গোবিন্দ চন্দ্র মন্ডল, আবাসিক শিক্ষক তাপস কুমার
বিশ্বাস এবং হল সংসদের সাধারণ সম্পাদক কাজল দাস।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সনাতন
বিদ্যার্থী সংসদের নবীন সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, ঢাকা
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন অসাম্প্রদায়িক চেতনার একটি উৎকৃষ্ট স্থান। এখানে
সকল ধর্মের ও বর্ণের শিক্ষক-শিক্ষার্থীরা মিলেমিশে জ্ঞান চর্চা করে। নিজেদের
ধর্মকে শ্রদ্ধা করার পাশাপাশি অন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা করার মুল্যবোধ
সনাতন বিদ্যার্থী সংসদের সদস্যদের মধ্যে সর্বদা বিরাজ করবে বলে উপাচার্য
আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন এবং স্মরণীকা ‘স্বস্তিকা’-এর
মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের শেষে মঞ্চস্থ হয় নাটক ‘কমলাকান্তের
জবানবন্দী’।