Home ক্যাম্পাস খবর বাংলাদেশ ইউনিভার্সিটিতে “অনুধাবন এবং ফলাফলমুখী শিক্ষা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটিতে “অনুধাবন এবং ফলাফলমুখী শিক্ষা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


বাংলাদেশ ইউনিভার্সিটিতে “অনুধাবন এবং ফলাফলমুখী শিক্ষা” শীর্ষক
এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ইউনিভার্সিটির টেক ল্যাবে
অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ
ইউনিভার্সিটির পরিচালক ইঞ্জি: কাজী তাইফ সাদাত। বিইউ’র উপাচার্য
প্রফেসর ড. আনোয়ারুল হক শরীফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল
প্রবন্ধ উপস্থাপন করেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর
ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক। এ সময় অন্যান্যের
মধ্যে উপস্থিত ছিলেন বিইউ’র ট্রেজারার কামরুল হাসান, বাংলাদেশ
ইউনিভার্সিটির সিএসই এবং ইইই বিভাগের ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দ।
সেমিনারে বক্তারা বলেন, ফলাফলমুখী শিক্ষা একটি অভীষ্ঠ লক্ষ্যভিত্তিক
শিক্ষাব্যবস্থা যেখানে প্রত্যেক শিক্ষার্থীকে নির্দিষ্ট শিক্ষাস্তর সমাপনান্তে
বিশেষ যোগ্যতা ও দক্ষতা অর্জন করতে হয়। স্বকীয় মূল্যায়ন বিবরণী ফলাফলমুখী
শিক্ষাক্রমের উপর ভিত্তি করে প্রণীত হলে তা আইইবি এক্রিডিটেশন
প্রাপ্তিতে বিভাগকে সক্ষম করে তুলবে বলে তাঁরা অভিমত ব্যক্ত করেন।