Home খুলনা ক্যাম্পাস সিভাসুতে ওয়ান হেলথ ডে ২০১৯ উদযাপন “মানুষ ও প্রাণির স্বা¯’্য...

সিভাসুতে ওয়ান হেলথ ডে ২০১৯ উদযাপন “মানুষ ও প্রাণির স্বা¯’্য সুরক্ষায় পরিবেশের বিপর্যয় ঠেকাতে হবে”


চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয়ে (সিভাসু) ব্যাপক
আয়োজনে “ওয়ার্ল্ড ওয়ান হেলথ ডে-২০১৯” উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৩
ঘটিকায় বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, এনিম্যাল
বায়োডাইভার্সিটি রোড শো, সেমিনার এবং ফটোগ্রাফি কনটেস্টের পুরস্কার
বিতরণী অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রার পর “ওয়ান হেলথ চ্যালেঞ্জেস ফর দ্য টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি” শিরোনামে
প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ^বিদ্যালয়ের ওয়ান হেলথ
ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. শারমীন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান
অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও
ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. জান্নাতারা খাতুন। সেমিনারে মূল প্রবন্ধ উপ¯’াপন
করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস।
সেমিনারে উপ¯ি’ত ছিলেন ইউএসটিসি’র সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত
চন্দ্র বড়–য়া, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুল আহাদ, প্রফেসর
ড. পরিতোষ কুমার বিশ^াস, প্রফেসর ড. একেএম সাইফুদ্দীন, প্রফেসর ড. মো. কবিরুল
ইসলাম খান, প্রফেসর ডা. মো. রায়হান ফারুক, প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর
হোসেন, প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম, প্রফেসর ড. গউজ মিয়া, প্রফেসর ড.
বদরুল আমীন ভূঁইয়া।
প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস বলেন, বিশ^ব্যাপী ওয়ান হেল্ধসঢ়;থ (এক স্বা¯’্য) ধারণা
বাস্তবায়ন করতে হলে মানুষ, প্রাণি ও পরিবেশকে একই গ্রšি’তে গাঁথতে হবে। এই
তিনটি ইউংকে একই সূত্রে গাঁথা গেলে নানা সংক্রামক ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়া
যাবে। তিনি আরো বলেন, সংক্রামক ব্যাধিসমূহ বিশেষ করে ম্যালেরিয়া, চিকনগুনিয়া,
ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি অন্য রোগের কারণ হয়ে দাঁড়া”েছ। এর ফলে মানুষ বহুমাত্রিক
রোগের ঝুঁকিতে রয়েছে। বহুমাত্রিক রোগের ঝুঁকি থেকে বাঁচতে হলে এখনই সচেতন
হতে হবে।
সেমিনারে বক্তারা বলেন, জীবাণুবাহী কীটপতঙ্গ দ্বারা পশু-পাখি আক্রান্ত হলে মানুষ ও পরিবেশ
প্রভাবিত হয়। সবার স্বা¯’্য সুরক্ষা নির্ভর করে আশপাশের পশু-পাখির স্বা¯’্য ও পরিবেশের উপর।
তাই মানুষ ও প্রাণির স্বা¯’্য সুরক্ষা নিশ্চিত করতে হলে যেকোন ভাবে পরিবেশ বিপর্যয়
রোধ করতে হবে। পরিবেশ বিপর্যয় নিয়ন্ত্রণে জনসচেতনার উপর গুরুত্বারোপ করা হয়
সেমিনারে।
“ওয়ার্ল্ড ওয়ান হেলথ ডে-২০১৯” উপলক্ষ্যে মানব সমাজকে বিভিন্ন কীটপতঙ্গ ও গৃহপালিত
প্রাণি হতে উদ্ভুত রোগবালাই সম্পর্কে সচেতন ও অবহিত করা এবং এসকল রোগবালাই

প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো এনিম্যাল
বায়োডাইভার্সিটি রোড শো আয়োজন করা হয়।