Home ক্যাম্পাস খবর ঢাবি-এ একাদশ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড সমাপ্ত

ঢাবি-এ একাদশ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড সমাপ্ত


বিশ্ববিদ্যালয় পরিক্রমা প্রতিবেদক :  ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের উদ্যোগে ‘একাদশ জাতীয় স্নাতক
গণিত অলিম্পিয়াড’-এর চূড়ান্ত পর্ব গতকাল ১৩ ডিসেম্বর ২০১৯ শুক্রবার এ এফ
মুজিবুর রহমান গণিত ভবনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
সকালে দিনব্যাপী এই অলিম্পিয়াডের উদ্বোধন করেন।
বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড.
মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অলিম্পিয়াডে
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশ গণিত সমিতি এবং এ এফ
মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় এই অলিম্পিয়াডের আয়োজন করা
হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গণিত বিভাগের চেয়ারম্যান
অধ্যাপক ড. অমল কৃষ্ণ হালদার, বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো.
মোবারক হোসেন এবং গণিত বিভাগ ও ফলিত গণিত বিভাগের শিক্ষকগণ উপস্থিত
ছিলেন।
উল্লেখ্য, নতুন প্রজন্মের কাছে গণিতকে জনপ্রিয় করার লক্ষ্যে দেশব্যাপী এই
গণিত অলিম্পিয়াডের আয়োজন করা হয়। দেশের ৮টি অঞ্চল থেকে নির্বাচিত
মোট ৮০জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়।