Home প্রাইভেট বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো অ্যালামনাই গেট-টুগেদার

নর্দান ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো অ্যালামনাই গেট-টুগেদার


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হলো গেট-টুগেদার অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যায় বানানীর স্টার কাবাব এন্ড রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ্।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির, আইন অনুষদের ডিন প্রফেসর আবু জায়েদ মোহাম্মদ, রেজিস্ট্রার, প্রফেসর ড. কাজী সাহাদাত কবীরসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষকবৃন্দ ও আগত প্রাক্তন ছাত্রছাত্রীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের মাননীয় উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন। তিনি বলেন, প্রাথমিকভবে অ্যালামনাইদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হলো, পরবর্তিতে কিভাবে সবাইকে নিয়ে আরো বড় পরিসরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অ্যালামনাইদের একত্রিত করা যায় সেই চেষ্টা অব্যহত রাখবো।’