Home ঢাকা ক্যাম্পাস ঢাবি-এ ডাকসু’র উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

ঢাবি-এ ডাকসু’র উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ-২০২০’, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিশ^বিদ্যালয় এস্টেট অফিস-এর যৌথ উদ্যোগে বছরব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ১২ জানুয়ারি ২০২০ রবিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরিচ্ছন্নতা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঢাকা বিশ^বিদ্যালয়কে একটি সবুজ, পরিচ্ছন্ন ও নান্দনিক ক্যাম্পাস বিনির্মাণ করার লক্ষ্যে এই পরিচ্ছন্নতা অভিযান চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডাকসু’র এজিএস সাদ্দাম হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরিফ ইবনে আলী, সদস্য তিলোত্তমা সিকদার ও ফরিদা পারভিনসহ ডাকসু’র অন্যান্য নেতৃবৃন্দ এবং এস্টেট অফিসের ভারপ্রাপ্ত ম্যানেজার সুপ্রিয়া দাস উপস্থিত ছিলেন। বছরব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযানের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ডাকসু’র সদস্য মুহা. মাহমুদুল হাসান।