Home ক্যাম্পাস খবর ঢাবি উপাচার্যের সাথে তাইওয়ানের অধ্যাপকের সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সাথে তাইওয়ানের অধ্যাপকের সাক্ষাৎ


তাইওয়ানের ন্যাশনাল সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. জেন-মিং চেন
আজ ২৬ জানুয়ারি ২০২০ রবিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.
মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন।
এসময় অধ্যাপক ড. জেন-মিং চেন তাঁর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম
সম্পর্কে সংক্ষিপ্তভাবে ঢাবি উপাচার্যকে অবহিত করেন। তিনি বলেন, তাঁর
বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত যৌথ কার্যক্রম
গ্রহণে আগ্রহী। তিনি আরও জানান, তাইওয়ানের ন্যাশনাল সেন্ট্রাল
ইউনিভার্সিটি থেকে ২০জন শিক্ষার্থী আগামী ফেব্রুয়ারি মাসে এক সফরে ঢাকা
বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসবেন।
এসময় তাঁরা উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের
সম্ভাব্যতা নিয়েও ফলপ্রসূ আলোচনাও করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং
এর সাথে যৌথ সহযোগিতামূলক শিক্ষা কার্যক্রম গ্রহণ করার ব্যাপারে আগ্রহ
প্রকাশ করায় অধ্যাপক ড. জেন-মিং চেনকে আন্তরিক ধন্যবাদ জানান।