Home সারা বাংলা জুয়েল চৌধুরীর শুভজন্মদিন উপলক্ষ্যে তার প্রতি এ আর হারুন অর রশিদ বাঘ...

জুয়েল চৌধুরীর শুভজন্মদিন উপলক্ষ্যে তার প্রতি এ আর হারুন অর রশিদ বাঘ এর শুভকামনা ও দোয়া


রিপোর্ট আশিক সরকার  :  জুয়েল চৌধুরীর জন্মদিন উপলক্ষ্যে শুভকামনা ও দোয়া জানিয়েছেন এ আর হারুন অর রশিদ বাঘ সভাপতি চাঁদপুর জেলা বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ ।

এ বিশেষ দিন উপলক্ষ্যে তিনি জানান শুভজন্মদিন দিনটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন, কারণ এ দিনে আমাদের চাদঁপুর জেলা মতলব উঃ উপজেলার কৃতি সন্তান আমার প্রাণ প্রিয় ভাই জুয়েল চৌধুরীর শুভজন্ম হয়েছে ।

আমি জুয়েল চৌধুরীর জন্মদিনের শুভেচ্ছা সহ তাঁর শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি’।

শুভেচ্ছান্তে এ আর হারুন অর রশিদ বাঘ সভাপতি চাঁদপুর জেলা বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ