Home ঢাকা ক্যাম্পাস ঈদের দিনও থেমে নেই গোলাম রাব্বানী, শেখ হাসিনার উপহার নিয়ে খুলনা ও...

ঈদের দিনও থেমে নেই গোলাম রাব্বানী, শেখ হাসিনার উপহার নিয়ে খুলনা ও সাতক্ষীরায়।


সারা বিশ্বে করোনা মহামারীর মাঝে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানে ঘূর্ণিঝড় আম্পান।এ যেন মরার উপর খাঁড়ার ঘা।

ঘূর্ণিঝড় আম্পানের ফলে বাংলাদেশের খুলনা এবং সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পবিত্র ঈদুল ফিতর এর আনন্দ-উৎসব, সেসব এলাকার মানুষের কাছে যেন অনুভূতিহীন হয়ে দাঁড়িয়েছে।

সেসব দুর্গত মানুষের কাছে পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদের আনন্দ অনুভূতি নিয়ে হাজির মানবতার ফেরিওয়ালা খ্যাত ডাকসুর জিএস, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। আলোকবর্তিকা হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌছে দেন জলমগ্ন এলাকার সাধারণ মানুষের কাছে।

খুলনার কয়রা ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঘূর্ণিঝড় আম্পান দুর্গত এলাকার ৬ টি ভিন্ন ভিন্ন স্থানে দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে ভালোবাসার ঈদ উপহার ও খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেন।

যার মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি,গেঞ্জি, বাচ্চাদের জামা কাপড় এছাড়াও শুকনা খাবার বিস্কুট খাবার স্যালাইন ও জীবাণুনাশক।

এছাড়াও জিএস গোলাম রব্বানীকে পুরো রমজান মাস জুড়ে ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় গৃহহীন মানুষের মাঝে এবং সাধারন কর্মজীবী দুস্থ মানুষের মাঝে সেহরি বিতরণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে সরব থাকতে দেখা গিয়েছে