Home খেলাধূলা শহীদ আফ্রিদি করোনাভাইরাসে আক্রান্ত

শহীদ আফ্রিদি করোনাভাইরাসে আক্রান্ত


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও মারকুটে অলরাউন্ডার শহীদ আফ্রিদি। শনিবার (১৩ জুন) দুপুর নিজের ফেসবুক পেজে করোনা পজিটিভ হওয়ার খবর জানিয়েছেন আফ্রিদি।

তার আগে পাকিস্তানের আরও বেশ কয়েকজন ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দু’জন সাবেক ক্রিকেটার করোনা সংক্রমিত হয়েছে প্রাণ হারিয়েছেন।

তিবার থেকেই অস্বস্তি লাগছিল। আমার শরীর ঠিক স্বাভাবিক মনে হচ্ছিল না। তাই (কোভিড-১৯) পরীক্ষা করাই। দুর্ভাগ্যবশত পরীক্ষার ফল এসেছে পজিটিভ, আমি কোভিড পজিটিভ। দ্রুত আরোগ্য লাভের জন্য সবার দোয়া চাইছি। ইনশাআল্লাহ।