Home ক্যাম্পাস খবর সব স্কুল সরকারিকরণে বরাদ্দ বাড়ানোর দাবি শিক্ষকদের

সব স্কুল সরকারিকরণে বরাদ্দ বাড়ানোর দাবি শিক্ষকদের


চলতি অর্থবছরেই সব স্কুল সরকারিকরণের দাবি জানিয়েছেন শিক্ষকরা। তাই, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা সরকারিকরণে ২০২০-২১ অর্থ বছরের বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) নেতারা।

শনিবার (১৩ জুন) দৈনিক শিক্ষাডটকমকে পাঠানো এক প্রেস-বিজ্ঞপ্তিতে এসব দাবি জানান তারা।

সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. কাওছার আলী শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে  শিক্ষাক্ষেত্রে বিরাজমান বৈষম্য দূর করতে এবং বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দাবি বাস্তবায়নে মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবি জানানো হয়। আর এ জন্য ২০২০-২১ অর্থ বছরের বাজেটে বরাদ্দ বাড়ানোর অনুরোধ জানান শিক্ষক নেতারা।

তারা বিজ্ঞপ্তিতে আরও জানান, সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র বেতন আদায় সম্পূর্ণ বন্ধ আছে। তাই, কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রতিষ্ঠানের অংশের বেতন-ভাতা ও নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা বন্ধ রয়েছে।

করোনা পরিস্থিতির উন্নতি হলে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর প্রতিষ্ঠানের স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে প্রতিষ্ঠানের পক্ষে ব্যয় নির্বাহ করা সম্ভব নয়। ফলে বাজেটে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ বরাদ্দ রাখারও দাবি জানান তারা।