Home ক্যাম্পাস খবর মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন


মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আজ ১৫ জুন বেলা ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য।

” মুজিব বর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান ” স্লোগান নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের সর্বস্তরের প্রত্যেক নেতাকর্মীকে ফলজ, বনজ ও ভেষজ এই তিন ধরনের বৃক্ষ রোপন করার নির্দেশ প্রদান করা হয় ।

নেতৃবৃন্দ বলেন বৃক্ষরোপণের মাধ্যমে বৈশ্বিক বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে ভারসাম্য এবং বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা সম্ভব। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এবং কর্মসূচি বাস্তবায়নে নিয়োজিত সদস্য পরিবেশ বিষয়ক উপ সম্পাদক কে এম রাসেল এবং বাদশা শাওন।