Home ক্যাম্পাস খবর কোভিড-১৯ এর প্রভাব, পরিণতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল...

কোভিড-১৯ এর প্রভাব, পরিণতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কনফারেন্স


বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইন্সটিটিউট অফ পলিসি এন্ড গভর্নেন্স (এসআইপিজি) এবং সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) এর উদ্যোগে ১৮ জুন ২০২০ একটি আন্তর্জাতিক ভার্চুয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সের বিষয় ছিল বাংলাদেশে কোভিড-১৯ এর প্রভাব, পরিণতি এবং কার্যকর পদক্ষেপঃ মানব নিরাপত্তার আঙ্গিকে বিশ্লেষণ। সকাল ১১টায় জুম এ শুরু হওয়া কনফারেন্সে পাঁচটি বিষয়ের উপর আলোকপাত করা হয়। এগুলো হলোঃ স্বাস্থ্য, জীবিকা ও ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও কারিগরি দক্ষতা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, এবং ভূ-রাজনৈতিক সম্পর্ক। এসআইপিজি’র পরিচালক অধ্যাপক এস কে. তৌফিক এম. হকের সূচনা বক্তব্যের পর দেশেকরোনা সনাক্ত ও চিকিৎসায় বিদ্যমান চ্যালেঞ্জের মাঝে বিদেশ থেকে আগত অভিবাসীদের
কারণে সৃষ্ট ঝুঁকি ও অভিবাসীদেরকে ঝুঁকির মুখে পড়া, মাতৃমৃত্যু, শিশুমৃত্যু ইত্যাদি মোকাবেলায়
জনস্বাস্থ্য নিয়ে কী কী কৌশল প্রণয়ন আবশ্যক, সে বিষয়ে উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়টির বৈশ্বিক স্বাস্থ্য ইন্সটিটিউট এর পরিচালক অধ্যাপক আহমেদ হোসেন। এরপর সিপিডি’র সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান ২০২০-২০২১ সালের বাজেটের আলোকেব্যবসাক্ষেত্রে এর প্রভাব, ঘাটতি, রাজস্ব সঞ্চালনা, প্রত্যক্ষ ও পরোক্ষ কর ও সংস্কার
কর্মসূচির উপর আলোকপাত করেন। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক আতিকুল ইসলাম দেশে শিক্ষা ও
কারিগরি ক্ষেত্রে বিরাজমান চ্যালেঞ্জ, দীর্ঘমেয়াদী পরিণতি ও করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন। অপরদিকে, কৃষিক্ষেত্রে করোনার প্রভাবে সৃষ্ট দুর্বল ও ঝুঁকিপূর্ণ দিকগুলোকে কিভাবে সবল ও সম্ভাবনাময় করা যায়, তার সুনির্দিষ্ট নির্দেশনা দেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক। সবশেষে, বিশ্বজুড়ে ক্রমশ: বদলে যাওয়া কূটনীতিক সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে মানবকল্যাণ, জলবায়ু, অভিবাসন, প্রযুক্তির ব্যবহার ইত্যাদি বিষয়ে কৌশলগত দ্বিপাক্ষিপ ও আন্তর্জাতিক চুক্তি ও সম্পর্ক নবায়নের উপর জোর দেন এসআইপিজি’র সিনিয়র ফেলো মো. শহিদুল হক।
কোভিড-১৯ এর চলমান ও ভবিষ্যত প্রভাব নিয়ে বিশ্বজুড়ে যখন বিভিন্ন পেশার মানুষের ভাবনা-দুর্ভাবনা চলছে, এ কনফারেন্সের মাধ্যমে শিক্ষা, কৃষি, ব্যবসা, স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখার প্রয়াস গ্রহণ করেছে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়। সিপিএস এর সমন্বয়ক ড. এম. জসিম উদ্দীনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক আব্দুর রব, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ারজেনারেল শাহেদুল আনাম খান এবং প্রথম আলোর সহকারী সম্পাদক ফারুক ওয়াসিফ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকবৃন্দ, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, কানাডিয়ান হাইকমিশন,ইউনেস্কো সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দূতাবাসের প্রতিনিধিবৃন্দ, বিদেশী শিক্ষক ও গবেষকগণ এতে উপস্থিত ছিলেন।

জনসংযোগ বিভাগ, নর্থ সাউথ ইউনিভার্সিটি