Home খেলাধূলা করোনা আঘাত হেনেছে সৌরভ গাঙ্গুলীর পরিবারে

করোনা আঘাত হেনেছে সৌরভ গাঙ্গুলীর পরিবারে

SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : এবার করোনা আঘাত হেনেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চেয়ারম্যান ও ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর পরিবারে। সৌরভের বড় ভাই স্নেহাশীষ গাঙ্গুলীর স্ত্রী মম গাঙ্গুলী ও তার শ্বশুর-শাশুড়ির করোনা পজিটিভ পাওয়া গেছে। শনিবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে জানানো হয়, স্নেহাশীষ গাঙ্গুলীর এক গৃহকর্মীর শরীরেও করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে আক্রান্ত ৪ জনই কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় স্বাস্থ্য অধিদফতরের এক কর্মকর্তা জানান, পরীক্ষায় স্নেহাশীষ গাঙ্গুলীর করোনা নেগেটিভ এসেছে। এরপরও তাকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে।