Home ক্যাম্পাস খবর ড. সত্য প্রসাদ মজুমদার বুয়েটের নতুন ভিসি

ড. সত্য প্রসাদ মজুমদার বুয়েটের নতুন ভিসি

SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক।

বৃহস্পতিবার (২৫ জুন) শিক্ষামন্ত্রণালয় থেকে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিধ্যালয় অধ্যাদেশ অনুসারে অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারকে বুয়েটের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো।

ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে তার নিয়োগের মেয়াদ হবে চার বছর। ভিসি পদে তার বর্তমান পদের সমপরিমান বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। তবে বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট সুযোগ-সুবিধা পাবেন।