Home সারা বাংলা গ্রীণ_এনভায়রনমেন্ট_মুভমেন্ট মতলব উত্তর উপজেলা শাখার কমিটি অনুমোদন

গ্রীণ_এনভায়রনমেন্ট_মুভমেন্ট মতলব উত্তর উপজেলা শাখার কমিটি অনুমোদন


 

আশিক সরকারঃ   রবিবার(৫ জুলাই)২০২০

বন,ভুমি, বায়ু,পানি,প্রাণ, প্রজাতি এই মুলনীতি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, “গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট “এর প্রধান পৃষ্টপোষক মোঃদেলোয়ার হোসেন এর একটি সবুজ পরিবেশ আন্দোলন নামের সামাজিক সংগঠন
গ্রীণ_এনভায়রনমেন্ট_মুভমেন্ট চাঁদপুর জেলা শাখার সভাপতি মাঈনউদ্দীন আরিফ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোহন আগামী ১ বছরের জন্য গ্রীণ_এনভায়রনমেন্ট_মুভমেন্ট মতলব উত্তর উপজেলা শাখার কমিটি এর অনুমোদন দেন।

কমিটিতে মোঃ ওয়াস কুরুনী খান মুকুলকে সভাপতি ও মোঃনাঈমুর রহমান (দুর্জয়) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বিঃদ্রঃ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হল।

এদিকে, গ্রীণ_এনভায়রনমেন্ট_মুভমেন্ট মতলব উত্তর উপজেলা শাখার নতুন কমিটিকে স্বাগত এবং অভিনন্দন জানিয়েছেন,চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল আমিন রুহুল ও বিভিন্ন সুধী মহল।