Home লিড নিউজ করোনায় আরও দুই পুলিশ সদস্যের মৃত্যুতে আইজিপি’র শোক

করোনায় আরও দুই পুলিশ সদস্যের মৃত্যুতে আইজিপি’র শোক


করোনায় দুই পুলিশ সদস্য কনস্টেবল মোঃ সিরাজুল ইসলাম ও কনস্টেবল ছোটন দেবের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বাণীতে আইজিপি বলেন, করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধা হিসেবে জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে প্রাণ দিলেন আরও দুই গর্বিত পুলিশ সদস্য কনস্টেবল মোঃ সিরাজুল ইসলাম ও কনস্টেবল ছোটন দেব। দেশ ও জনগণের কল্যাণে তাদের এ আত্মত্যাগ বাংলাদেশ পুলিশ শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

আইজিপি তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।