Home বিনোদন করোনায় আক্রান্ত নায়িকা পপি

করোনায় আক্রান্ত নায়িকা পপি

SHARE

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপি। বর্তমানে তিনি খুলনার খালিশপুরে নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

পপি জানিয়েছেন, করোনা উপসর্গে ভোগার পর তিন আগে তিনি নমুনা দেন। পরে করোনা পরীক্ষায় আজ শুক্রবার তার ফল পজিটিভ এসেছে।

পপির ছোট ভাই সংবাদমাধ্যমকে বলেছেন, ‘জ্বর, গলাব্যথা, কাশির সঙ্গে আপুর কিছুটা শ্বাসকষ্ট রয়েছে। এগুলো কমলে আবারও পরীক্ষা করা হবে।’

দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরুর আগে পপি খুলনার খালিশপুরে তার বাড়িতে গিয়েছিলেন। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। করোনা সংক্রমণ শুরু হলে পপি খালিশপুর ও পাশের এলাকায় অসচ্ছল মানুষদের মাঝে কয়েক দফায় ত্রাণ বিতরণ করেন।

চিত্রনায়িকা পপি ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। তিনি মোট তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ‘কারাগার’, ‘মেঘের কোলে রোদ’ ও ‘গঙ্গাযাত্রা’ সিনেমার জন্য এ পুরস্কার পান পপি।