Home এডমিশন একাদশে ভর্তি : ঢাকা কলেজে আসন সংখ্যা ১২০০

একাদশে ভর্তি : ঢাকা কলেজে আসন সংখ্যা ১২০০


রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চলতি বছর ১ হাজার ২০০ আসনে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। আর আগামী ৯ আগস্ট থেকে ২০ আগস্টের মধ্যে অন্য সব কলেজের মতোই অনলাইনে ঢাকা কলেজে ভর্তির আবেদন করতে হবে। কলেজে ভর্তিতে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

জানা গেছে, বিজ্ঞান বিভাগে ৯০০ আসনে ব্যবসায় শিক্ষা বিভাগের ১৫০ আসনে এবং মানবিক বিভাগের ১৫০ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিজ্ঞান বিভাগে ভর্তির আবেদনের জন্য ন্যূনতম জিপিএ-৫, ব্যবসায় শিক্ষায় ভর্তির জন্য ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৭৫ এবং মানবিক বিভাগে ভর্তির জন্য ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৫০  নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।