Home ব্রেকিং কয়রায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের বৃক্ষরোপণ

কয়রায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের বৃক্ষরোপণ


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক :  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে কয়রায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কয়রা উপজেলা ছাত্রলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। গত শনিবার সকাল ১১টায় ৬ নং কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার মাগফিরত কামনা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শেখ পরিবারের সকলের দীর্ঘায়ু করে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বাংলা ও বাঙালির ইতিহাসে যার নাম জড়িয়ে রয়েছে, তিনি আমাদের জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জীবনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই ‘বিজয় লক্ষ্মী’ নারী হিসেবে এসেছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধু থেকে শেখ মুজিবের বাঙালি জাতির জনক হয়ে ওঠার পেছনে ফজিলাতুন্নেছার অবদান, অনুপ্রেরণা ও আত্মোৎসর্গ অনস্বীকার্য। তার কারণেই একটি জাতির মনে স্বাধীনতার স্বপ্ন বপণ করে এর স্বাদও এনে দিতে পেরেছিলেন বঙ্গবন্ধু। তার রাজনৈতিক দর্শন ও আদর্শকে বাস্তবায়ন করতে পেছন থেকে কাজ করেছেন শেখ মুজিবের সহধর্মীণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ নুর-ই-আলম ছিদ্দিকি, বি আই ডব্লিউ টি এ যুগ্ম পরিচালক আশসাব হোসেন, খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এ্যাডঃ ফরিদ আহমেদ,পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোঃ হুমায়ুন কবির, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ আবু হানিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, হারুন আর রশীদ, কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, প্রচার সম্পাদক সরদার হারুন আর রশিদ, উপাধ্যক্ষ এইচ এম নজরুল ইসলাম, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, বিএল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি শেখ মোঃ শাকিল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাস, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম বাদলসহ ছাত্রলীগে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।