Home খেলাধূলা শ্রীলঙ্কা যাওয়ার পর টাইগারদের চূড়ান্ত টেস্ট দল ঘোষণা করা হবে

শ্রীলঙ্কা যাওয়ার পর টাইগারদের চূড়ান্ত টেস্ট দল ঘোষণা করা হবে


বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : করোনার দীর্ঘ বিরতির কাটিয়ে জাতীয় দলের ক্রিকেটাররা ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায়। অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ চূড়ান্ত। যে সিরিজ খেলতে দেশে এক সপ্তাহ ট্রেনিংয়ের পর সেপ্টেম্বরের শেষ দিকে দেশ ছাড়বে টাইগাররা। প্রস্তুতির বড় অংশটা হবে শ্রীলঙ্কাতেই।

তাই সেখানে যাওয়ার পরই টেস্ট দল চূড়ান্ত করবে বাংলাদেশ।

বৃহস্পতিবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘শ্রীলঙ্কায় আমাদের বেশ কিছু প্রস্তুতি ম্যাচ রয়েছে। সেখানে বর্ধিত প্রাথমিক দল নিয়েই যাবো। যাওয়ার পর আমরা টেস্টের মূল দল ঘোষণা করবো। আগে দেখতে হবে ছেলেরা কীভাবে নিজেদের মানিয়ে নেয়। ’

জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে এএসপি দলকেও একই সময়ে শ্রীলঙ্কা পাঠাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উদ্দেশ্য নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলা। কারণ করোনা পরিস্থিতিতে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) তাদের স্থানীয় কোনো দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ আয়োজনের ব্যবস্থা করতে পারবে না বলে আগেই জানিয়েছে।

ক্যাম্পের আগে ১৮ সেপ্টেম্বর ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হবে।

দেশে মোট তিন বার ও শ্রীলঙ্কায় গিয়ে আরো একবার করোনা পরীক্ষা করানো হবে। তিন সংস্করণ মিলে ৩৮ সদস্যের জাতীয় দলের পুল রয়েছে। এই ৩৮ সদস্যেরই করোনা পরীক্ষা করানো হবে। শ্রীলঙ্কা যাবে ২৪ সদস্যের এইচপি স্কোয়াডও। তাদের জন্যও থাকবে একই ব্যবস্থা।