Home ব্রেকিং আসন্ন উপ-নির্বাচনে দুই আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

আসন্ন উপ-নির্বাচনে দুই আসনে বিএনপির প্রার্থী ঘোষণা


আসন্ন উপ-নির্বাচনে ঢাকা-৫ আসনে সালাহ উদ্দিন আহমেদ ও নওগাঁ-৬ আসনে শেখ মোহাম্মদ রেজাউল করিম বিএনপির মনোনয়ন পেয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে চারটি আসনে ২৯ জন প্রার্থীর সাক্ষাৎকার নেয় বিএনপির মনোনয়ন বোর্ড।

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হলেও রোববার তাদের নাম ঘোষণা করা হয়নি। শায়রুল কবির বলেন, যে দুটি আসনে তফসিল ঘোষণা হয়েছে সেই দুটির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকি দুটি এখনো তফসিল ঘোষণা হয়নি।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ এ নবীউল্লাহ ও নওগা-৬ আসনে আলমগীর কবির প্রার্থী ছিলেন।

প্রসঙ্গত, মৃত্যুজনিত কারণে জাতীয় সংসদের ৫টি আসন শূন্য হয়। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে পাবনা-৪, নওগাঁ-৬, ঢাকা-৫, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ এই আসনগুলোর নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

ইতোমধ্যে তিনটি আসনের নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করেছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।

নির্বাচন কমিশন সূত্র মতে, আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের ভোট অনুষ্ঠিত হবে। আর ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের নির্বাচন।