Home আইন/আদালত চাঁদপুর পৌর নির্বাচনে সংঘর্ষে কিশোর নিহত

চাঁদপুর পৌর নির্বাচনে সংঘর্ষে কিশোর নিহত


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : চাঁদপুর পৌর নির্বাচনে সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের গণি স্কুল ভোটকেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কিশোর শহরের কোড়ালিয়া এলাকার হারুনুর রশিদ কালু মোল্লার ছেলে ইয়াছিন মোল্লা (১৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর শহরের গণি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌর নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের বাইরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই গ্রুপ যুবক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে এক পক্ষ ধারালো ছুরি দিয়ে ইয়াছিনের গলায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে তাৎক্ষণিক চাঁদপুর সদর হাসপাতাল ও পরে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

সংঘর্ষে কিশোর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ওসি নাসিম উদ্দিন।

চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, ইয়াছিনের গলায় ধরালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আক্তার হোসেন মাঝি ও ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কার মামুনুর রশিদ বেলাল প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাউন্সিলর পদে ৫০ জন এবং মহিলা কাউন্সিলর পদে আরও ১৪ জনসহ মোট ৬৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।