Home জাতীয় পদ্মাসেতুর পুরো ৫ কি.মি. দেখা যাবে আজ

পদ্মাসেতুর পুরো ৫ কি.মি. দেখা যাবে আজ


বপ্নের পদ্মাসেতুতে আজ সোমবার (১৯ অক্টোবর) বসতে যাচ্ছে ৩৩তম স্প্যান। এর মধ্য দিয়ে পদ্মাসেতুর পুরো ৫ কিলোমিটার দেখা যাবে আজ।

এদিকে বাংলাদেশের আরেক বৃহত্তম সেতু যমুনা সেতুর দৈর্ঘ্য ছিল ৪ দশমিক ৮ কিলোমিটার। ৩৩ তম স্প্যানের মধ্যে দিয়ে সেই যমুনাকে ছাড়িয়ে যাবে পদ্মাসেতু।

আজ সোমবার দুপুরে পদ্মা নদীর মাওয়া প্রান্তে বসানো হবে স্প্যানটি। এ নিয়ে মাওয়ায় চলছে কর্মযজ্ঞ।

এর আগে, ৩২তম স্প্যান বসানোয় পদ্মাসেতুর দৈর্ঘ্য হয় যমুনা সেতুর সমান। আজ সেই দৈর্ঘ্যে যমুনাকে ছাড়াবে পদ্মাসেতু।