Home সারা বাংলা মতলবের সারদীয় দূর্গাউৎসবে রুহুল এমপি’র শুভেচ্ছা

মতলবের সারদীয় দূর্গাউৎসবে রুহুল এমপি’র শুভেচ্ছা


চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন।

দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা।

সারা দেশের ন্যায় মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায়ও এ উৎসব পালন করবে সনাতন ধর্মাবলম্বীরা। তাই করোনা মহামারীর মধ্যে দিয়ে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় এ দুর্গাউৎসব পালন করতে পারে সে ব্যাপারে আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের সর্বাত্বক সহযোগিতা করার নির্দেশ দেন।

কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে আইন শৃংখলা বাহিনীকে জানানোরও নির্দেশ দেন দলীয় নেতা কর্মীদের। শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় সে কামনা করেন এমপি রুহুল।