Home জাতীয় বায়ুদূষণে ঢাকাকে টপকাচ্ছে গাজীপুর

বায়ুদূষণে ঢাকাকে টপকাচ্ছে গাজীপুর


বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকাকে টপকে যাচ্ছে এখন গাজীপুর। ভাঙা রাস্তা, আর খোলা পরিবেশে নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণে ধুলার রাজ্যে পরিণত হয়েছে নগরটি। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন সেখানে লাখ লাখ মানুষ।

ভয়াবহ দূষণের কারণে রাজধানীর উত্তরা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যানবাহন চালকরা পড়েছেন বিপাকে। দুপুর ১২টাতে তাদের গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

প্রবল ধুলার কারণে একটি গাড়ি পার হতেই তৈরি হচ্ছে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। সে কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালাতে হচ্ছে।

মানমাত্রা অনুযায়ী মানুষের স্বাভাবিক বায়ু সেবনক্ষমতা ৫০ একিউআই পর্যন্ত। কিন্তু পরিবেশ অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, নভেম্বর মাসজুড়ে গাজীপুরের গড় বায়ুমান ১৭৪.১ একিউআই।

এ ঘটনায় অসহায়ত্ব স্বীকার করেছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। সংস্থাটির (বায়ুমান) পরিচালক জিয়াউল হক বলছেন, সরকারি ঠিকাদাররা নিয়মের তোয়াক্কা না করে পরিস্থিতি ভয়াবহ করে তুলছেন।