Home জাতীয় আইসিটির সমন্বয়ক হান্নান খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আইসিটির সমন্বয়ক হান্নান খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

SHARE

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বীর মুক্তিযোদ্ধা ও ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত শাখার প্রধান সমন্বয়ক হান্নান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বার্তায়, প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলা ও জেল হত্যা মামলার তদন্ত শাখার প্রধান সমন্বয়ক হান্নান খানের আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

শেখ হাসিনা বলেন, তিনি আইসিটির তদন্ত শাখার প্রধান সমন্বয়ক হিসেবে সততা ও সাহসিকতার সাথে কাজ করেছেন। প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।