Home ক্যাম্পাস খবর দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রীর জন্মদিন আজ

দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রীর জন্মদিন আজ


আশিক সরকার : দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ ৮ ডিসেম্বর তার জন্মদিন। বিশ্ববিদ্যালয় পরিক্রমা পক্ষ থেকে শুভ জন্মদিন শিক্ষা মন্ত্রী।
১৯৬৫ খ্রিষ্টাব্দের ৮ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন ডা. দীপু মনি। তার পিতা এম এ ওয়াদুদ ও মাতা রহিমা ওয়াদুদ।
শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করে চিকিৎসক হওয়ার পরও আইন বিষয়ে জানার আগ্রহে কমতি ছিল না তার।
মেধাবী এই নারী মার্কিন যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনির্ভাসিটির স্কুল অব পাবলিক হেলথ থেকে এমপিএইচ ডিগ্রি অর্জন করেন। ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে মাস্টার্স ডিগ্রিও অর্জন করেন।
দেশের চাঁদপুর জেলার বাসিন্দা দীপু মনি। তার পরিচিতি চাঁদপুর ও দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহল ছুঁয়েছে অনেক আগেই।
আওয়ামী লীগ সরকার আমলের ২০০৯-১৩ পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশের হাল ধরেছেন ডা. দীপু মনি। বর্তমানে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্বগ্রহণের পর নানা সাফল্য দেখিয়েছেন দীপু মনি।