Home ক্যাম্পাস খবর ঢাকা ও মুগদা মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা ও মুগদা মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ


ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) এবং মুগদা মেডিক্যাল কলেজে নিয়োগ পেয়েছেন নতুন দুই অধ্যক্ষ। ঢামেকের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক এবং বর্তমানে মুগদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. টিটু মিঞা। আর মুগদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন এই দুই অধ্যক্ষের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ১ জানুয়ারি থেকে তাদের নিয়োগ কার্যকর হবে।

নতুন পদের কাজ হিসেবে কোনটিকে প্রাধান্য দেবেন জানতে চাইলে অধ্যাপক ডা. আহমেদুল কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মানুষ যেখানে স্বাস্থ্যসেবা নিতে আসে সেটা হতে হবে পরিপূর্ণ, আংশিক নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে, মানুষ মেডিক্যাল কলেজ হাসপাতালে আসে, সেখানে যদি পরীক্ষা নিরীক্ষার মান ঠিক না থাকে এবং সব পরীক্ষার ব্যবস্থা যদি না থাকে, রোগীকে যদি অন্য জায়গাতে গিয়ে পরীক্ষা করতে হয় এবং সব পরীক্ষার ওপরে যদি বিশ্বাস না থাকে, তাহলে তার চিকিৎসাই ঠিক হবে না। সুতরাং সমস্ত মেডিক্যাল কলেজের ল্যাবরেটরি মানসম্মত করতে হবে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এটা নিয়েই আমি আগে কাজ করবো।’

নতুন দায়িত্ব পাওয়া অধ্যাপক ডা. টিটু মিঞার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।