Home লিড নিউজ খুলনা বিভাগীয় কমিশনার হলেন অতিরিক্ত সচিব ইসমাইল হোসেন

খুলনা বিভাগীয় কমিশনার হলেন অতিরিক্ত সচিব ইসমাইল হোসেন


ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইসমাইল হোসেনকে খুলনা বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে তিনি অন্যান্য মন্ত্রণালয় দায়িত্ব পালন করেন।