Home জাতীয় কাদেরের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

কাদেরের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক


জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে শনিবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বহুদিন ধরে ক্যান্সার ও করোনাভাইরাসে ভুগছিলেন ৬৯ বছর বয়সী এ অভিনেতা।

কাদেরের মৃত্যুতে শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাবলীল ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের মধ্য দিয়ে তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

এসময় প্রধানমন্ত্রী এই অভিনেতার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

একইসঙ্গে অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি কাদেরের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে অসুস্থ হলে কাদেরকে ভারতের চেন্নাইয়ের ভেলোর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা কাদেরের ক্যান্সার আক্রান্তের খবর নিশ্চিত করেন।

পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এর মধ্যে তিনি আক্রান্ত হন করোনায়। পরে ঢাকায় পৌঁছে তাকে সরাসরি ভর্তি করানো হয় ঢাকার এভারকেয়ার হাসপাতালে।

এরপর হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

আবদুল কাদের হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’নাটকে অভিনয়ের মাধ্যমে খ্যাতি পান। এরপর থেকে অগণিত নাটকে দেখা যায় তাকে। ‘নক্ষত্রের রাত’নাটকে দুলাভাই চরিত্র করেও জনপ্রিয়তা পান অভিনেতা আবদুল কাদের। এছাড়া হানিফ সংকেত উপস্থাপিত ম্যাগাজিনমূলক অনুষ্ঠান ইত্যাদির নিয়মিত মুখ ছিলেন কাদের।