Home অন্যান্য ‘ভ্যাকসিন কেনায় যাতে নয়ছয় না হয়, প্রধানমন্ত্রীসহ সবাই দৃষ্টি রাখব’

‘ভ্যাকসিন কেনায় যাতে নয়ছয় না হয়, প্রধানমন্ত্রীসহ সবাই দৃষ্টি রাখব’


বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ‘ভ্যাকসিন কেনার ক্ষেত্রে যাতে নয়ছয় না হয়, সেদিকে প্রধানমন্ত্রীসহ আমরা সবাই দৃষ্টি রাখব। ভ্যাকসিন পাওয়াকে উচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আমরা আশাবাদী, ইতোমধ্যেই করা চুক্তি অনুযায়ী ভ্যাকসিন পাওয়া যাবে। এ জন্য শতভাগ প্রস্ততি গ্রহণ করা হচ্ছে। বলতে গেলে, আমরা শতভাগ তৈরি।’

বলছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। আর শেরে-বাংলা নগরে সম্মেলন কক্ষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ সংশ্লিষ্ট মন্ত্রী-সচিবরা উপস্থিত ছিলেন।
সভায় করোনাভাইরাস ভ্যাকসিন ক্রয়, সংরক্ষণ ও সরবরাহ বাবদ মোট ৪ হাজার ৩১৪ কোটি ৪৯ লাখ ১৭ হাজার টাকা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

২০২১ সালের জুন পর্যন্ত ৩ হাজার ৩০ কোটি টাকা খরচ হবে ভ্যাকসিন কিনতে, বাকি অর্থ পর্যায় ক্রমে খরচ হবে প্রকল্পের আওতায়। চলতি বছরের ফেব্রুয়ারি-ডিসেম্বরের মধ্যে ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা আছে বলে পরিকল্পনা কমিশনকে অবগত করেছে স্বাস্থ্য অধিদফতর।