Home জাতীয় রাউজানে আকস্মিক পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

রাউজানে আকস্মিক পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

SHARE

 

চট্টগ্রামের রাউজান থানায় আকস্মিক পরিদর্শনে এলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার)।

শনিবার (১৬ জানুয়ারি) এ সময় রাউজান থানার অফিসার ইন্চার্জ আবদুল্লাহ আল-হারুনসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে ডিআইজি আনোয়ার হোসেন রাউজান থানার বিভিন্ন জায়গা ঘোরে দেখেন। তিনি থানার সামনে সুবিশাল পুকুর, ফুলের বাগান,পশু পাখি, ফলজবনজ গাছগাছালি দেখে সবাইকে ধন্যবাদ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম রেঞ্জের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম, পুলিশ পরিদর্শক অলি উল্লাহ, উপ-পরিদর্শক ইসমাঈল হোসেন, সাব্বির হোসেনসহ রাউজান থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

রাউজান থানা পরিদর্শন শেষ করে তিনি রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর বাগানবাড়িতে যান এবং উপজেলা যুবলীগের সভাপতি পৌরসভা ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ উপস্থিত হয়ে বাগানবাড়ির সব জায়গা ঘুরে দেখান।

SHARE