Home খেলাধূলা বিশ্বকাপ বাছাই: শুরু হলো বাংলাদেশ-ভারতের লড়াই (সরাসরি)

বিশ্বকাপ বাছাই: শুরু হলো বাংলাদেশ-ভারতের লড়াই (সরাসরি)

SHARE

কাতারের দোহায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ পর্বে নিজেদের মধ্যে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হইয়েছে বাংলাদেশ-ভারত।

দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে স্থানীয় সময় সোমবার (৭ জুন) বিকেল ৫টায়, বাংলাদেশ সময় রাত ৮টায় দু’দলের ম্যাচটি শুরু হয়েছে।

এর আগে ২০১৯ সালের অক্টোবরে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে প্রথম লেগের খেলায় ১-১ গোলে ড্র হওয়ার পর আজ আবারও মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত।
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত দুই পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তান ও ভারতের বিপক্ষে এই পয়েন্ট পান জামাল ভূঁইয়ারা।

SHARE