Home বিশেষ প্রতিবেদন ঢাকা শহর চতুর্থ বসবাসের অনুপযোগী

ঢাকা শহর চতুর্থ বসবাসের অনুপযোগী


২০২১ সালের বসবাসযোগ্য শহরের এই নতুন তালিকার শীর্ষে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড

সম্প্রতি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) কর্তৃক প্রকাশিত বিশ্বের বসবাসযোগ্য ১৪০ টি শহরের নতুন তালিকায় শেষ দিকে চারে অর্থাৎ ১৩৭ তম স্থানে রয়েছে ঢাকা।

২০২১ সালের বসবাসযোগ্য শহরের এই নতুন তালিকার শীর্ষে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে জাপানের ওসাকা ও অস্ট্রেলিয়ার অ্যাডিলেড।

ইকোনমিস্টের প্রতিবেদনে দেখা যায়, শীর্ষ ১০ শহরের মধ্যে চারটি শহরই অস্ট্রেলিয়ার। এছাড়া নিউজিল্যান্ড, জাপান ও সুইজাল্যান্ডের দু’টি করে শহর রয়েছে।

এছাড়া তালিকার চতুর্থ অবস্থানে নিউজিল্যান্ডের ওয়েলিংটন ও জাপানের টোকিও শহর দু’টি রয়েছে।

অস্ট্রেলিয়ার পার্থ, সুইজারল্যানন্ডের জুরিখ, জেনেভা এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও ব্রিসবেন রয়েছে যথাক্রমে তালিকার ষষ্ঠ থেকে দশম স্থানে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ মহামারির জন্য বসবাসযোগ্য শহরের তালিকায় ব্যাপক পরিবর্তন হয়েছে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা ২০১৮ সালে এ তালিকার শীর্ষে ও ২০১৯ সালে দ্বিতীয় স্থানে থাকলেও এ বছর শীর্ষ দশেও জায়গা পায় নি।

এ ছাড়া মহামারিরোধে দেখগুলোর গ্রহণ করা পদক্ষেপের প্রভাবও এই তালিকায় পড়েছে।

এদিকে ২০১৯ সালে তালিকার ১৩৮ তম স্থান থেকে এবছর ১৩৭তম স্থানে উঠে এসেছে ঢাকা। ফলে এক ধাপ এগিয়েছে শহরটি।