Home জাতীয় চিকিৎসক নিয়োগে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি

চিকিৎসক নিয়োগে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি

SHARE

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় ৪০৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধু মৌখিক পরীক্ষার (ভাইভা) মাধ্যমে এসব চিকিৎসককে জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) হিসেবে নিয়োগ দেয়া হবে।

মঙ্গলবার রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় পাস নম্বর ৫০। বয়সসীমা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত হতে হবে।

১৮ জুলাই থেকে অনলাইনের মাধ্যমে শুরু হবে আবেদন প্রক্রিয়া। ওই দিন সকাল ১০টা থেকে ২৭ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।