Home এক্সাম স্থগিত রাবির ভর্তি পরীক্ষা

স্থগিত রাবির ভর্তি পরীক্ষা

SHARE

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঈদুল আজহার পর ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে বলে বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম।

তিনি জানান, আগামী ১৬, ১৭ ও ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে এই সময়ে ভর্তি পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না। পরীক্ষা স্থগিত করতে গতকাল সোমবার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। আজ সেটা অনুমোদন দিয়েছি।

তিনি আরও জানান, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদের পর ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।