Home আইন/আদালত ঢাকার কেরানীগঞ্জ এলাকা হতে ১৮৫ বোতল ফেন্সিডিলসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে...

ঢাকার কেরানীগঞ্জ এলাকা হতে ১৮৫ বোতল ফেন্সিডিলসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব


র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী,https://mail.google.com/mail/u/0?ui=2&ik=7d36e57a31&attid=0.3&permmsgid=msg-f:1710882245516441418&th=17be46567087b74a&view=att&disp=safe&realattid=f_ktk2yri13 সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” ¯েøাগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় গত ১৩ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ১৬:৩৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১৪০ (একশত চল্লিশ) বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ফাতেমা আক্তার (২২) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ৫৮০/- (পাঁচশত আশি) টাকা উদ্ধার করা হয়।

এছাড়া একই তারিখ আনুমানিক ২০:৩৫ ও ২১:০৫ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকায় অপর দুইটি অভিযান পরিচালনা করে ৪৫ (পয়তাল্লিশ) বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ রতন শেখ (৩৪) ও ২। মোঃ রাকিব ইসলাম (২০) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ১৯০/- (একশত নব্বই) টাকা উদ্ধার করা হয়।
https://mail.google.com/mail/u/0?ui=2&ik=7d36e57a31&attid=0.4&permmsgid=msg-f:1710882245516441418&th=17be46567087b74a&view=att&disp=safe&realattid=f_ktk2yrht2
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ফেন্সিডিল ও অন্যান্য মাদকদ্রব্য সরhttps://mail.google.com/mail/u/0?ui=2&ik=7d36e57a31&attid=0.7&permmsgid=msg-f:1710882245516441418&th=17be46567087b74a&view=att&disp=safe&realattid=f_ktk2yrij6বরাহ করে আসছিল বলে জানা যায়।
https://mail.google.com/mail/u/0?ui=2&ik=7d36e57a31&attid=0.5&permmsgid=msg-f:1710882245516441418&th=17be46567087b74a&view=att&disp=safe&realattid=f_ktk2yri94
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।https://mail.google.com/mail/u/0?ui=2&ik=7d36e57a31&attid=0.7&permmsgid=msg-f:1710882245516441418&th=17be46567087b74a&view=att&disp=safe&realattid=f_ktk2yrij6