Home ধর্ম শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কদমতলীবাসীকে শ্রী আকাশ কুমার ভৌমিক এর শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কদমতলীবাসীকে শ্রী আকাশ কুমার ভৌমিক এর শুভেচ্ছা


আশিক সরকার : দড়জায় কড়া নাড়ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রাত পোহালেই ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে বৃহত্তর এই ধর্মীয় উৎসব। বিশ্বব্যাপী চলমান মহামারী করোনা ভাইরাসের কারণে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে পূজা-অর্চনার মাধ্যমে এবারের দূর্গোৎসব পালনের আহ্বান জানিয়ে সকলকে দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশন জনতার জননন্দিত সফল ৫৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সেই মহান ব্যাক্তিত্য বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক শিক্ষানুরাগী দানবীর সভাপতি- ধনাগোদা স্কুল এন্ড কলেজ, মতলব উত্তর, চাঁদপুর, ঢাকার জাতীয় শ্রী শ্রী শনি মন্দির কমিটি, শ্মসান কমিটি, যুগ্ম সম্পাদক কদমতলী থানা আওয়ামীলীগ নেতা ,কদমতলী মেরাজনগর বাসীর নয়নের মনি শ্রী আকাশ কুমার ভৌমিক।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, কদমতলীবাসীকে সনাতন ধর্মাবলম্বীদের সরকারি বিধি নিষেধ মেনে ধর্মীয় রীতি নিতি পালনের মাধ্যমে এবারের দূর্গা পূজায় অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। সেই সাথে সবাইকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।