Home ক্যাম্পাস খবর ঢাকাস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি নির্বাচিত সভাপতি জয়নাল...

ঢাকাস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি নির্বাচিত সভাপতি জয়নাল সাধারণ সম্পাদক বায়েজীদ


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুর জেলার ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত ঢাকাস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোবিজ্ঞান বিভাগের বায়েজীদ বোস্তামী।আগামী এক বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

ঢাকাস্থ চাঁদপুর ছাত্রকল্যাণ পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি রাসেল খান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রাসেল নতুন কমিটি ঘোষণা করেন।

এছাড়া কমিটির সহ-সভাপতি : মনিরুল ইসলাম রাজন, ইমাম মেহেদী হাসান, নূরে আলম সিদ্দিকী, নাইম রায়হান, ইয়াসিন আরাফাত, হাফিজুর রহমান শুভ,শরিফুল ইসলাম জিসান, মাহমুদ হাসান রুমি, জালাল উদ্দিন, সানজিদা ইয়াসমিন আনিকা, সেফাতুল্লাহ শিপন, রফিকুল ইসলাম রনি, জাকির হোসেন অভি, রাহিম আবদুল্লাহ, শাহ পরান মৃধা, ফরিদ আহমেদ নিরব, আশরাফুল ইসলাম রিমন, জাকির হোসেন, জুম্মন চৌধুরী আদর, আল আমিন হোসেন, মো তানভির হাসান, আব্দুর রহিম অনিক, সজীব হাসান, তানভীর হাসান, ইব্রাহীম খলিল রিফাত, সিয়ামুল ইসলাম তুহিন, আনিতা শাহরিয়ার, নুরুজ্জামান বাবু, রাকিবুল ইসলাম রাকিব, জোবায়ের খন্দকার।
যুগ্ম সাধারণ সম্পাদক : মো শফিকুল ইসলাম, তানজিম মজুমদার, জান্নাতুল ফেরদৌস জুলি, তানভীর হাসান, কাজী মোহাম্মদ মহররম, মোজাম্মেল হোসেন, ওমর ফরুক,রাফিউর রহমান, ফজলে রাব্বি, মো রিফত হোসেন, ইমাম হোসেন রুমন।

সাংগঠনিক সম্পাদক : রবিন হোসেন, ফরহাদ হোসেন, রায়হানুল ইসলাম, জুবায়ের আহমেদ, ইয়াসিন হোসেন, ইমরান পাভেল, আলী ইবনে রেজা পাহলভী, নেয়ামত উল্লাহ, সাজ্জাদ হোসেন ফুয়াদ, শিহাব হক,জাহেদুল হক ইমন, মেরাজুর রহমান, আসমা জাহান, আমিরুল ইসলাম দিদার, রায়হান ইমু, ফয়জুল আমিন, নেসার উদ্দিন

দপ্তর সম্পাদক : তানজীব বিন আহসান, উপ- দপ্তর সম্পাদক : মাহিদ খান, প্রচার সম্পাদক : মামুন হোসেন, উপ-প্রচার সম্পাদক : আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক :ফজলে রাব্বি, উপ -অর্থ সম্পাদক : সানজিদা তুলি, ক্রীড়া সম্পাদক : মাহমুদুল হাসান, উপ- ক্রীড়া সম্পাদক : আহসানুল হক, ছাত্র ও বৃত্তি সম্পাদক: মো নাজমুল হাসান, উপ-ছাত্র ও বৃত্তি সম্পাদক : মিতু মিজান, আইন সম্পাদক : মহিবুর রহমান, উপ আইন সম্পাদক : জান্নাতুল ফেরদৌস লাবনী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক : অরিত্র চক্রবর্তী, উপ – তথ্য ও প্রযুক্তি সম্পাদক : সুমনা আক্তার নুফাইজা, অ্যাপায়ন সম্পাদক -সোহাগ হোসেন, উপ- অ্যাপায়ন সম্পাদক -শিহাব উল হক, সাহিত্য সম্পাদক – নাজিম উদ্দীন আতিফ, উপ সাহিত্য সম্পাদক -মাহমুদ আল হাসান রাহুল, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক -মো মেহেদী হাসান, উপ -গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক -আব্দুল কাদের টুটুল, যোগাযোগ ও সেবা বিষয়ক সম্পাদক : রিয়াজ আহমেদ, উপ-যোগাযোগ ও সেবা সম্পাদক -আনজুম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক -সাবিকুন নাহার মিম, উপ -সাংস্কৃতিক সম্পাদক – আহমেদ মইন, ছাত্রী সম্পাদক : নাজিয়া আফরোজ, উপ- ছাত্রী সম্পাদক : নিফা আক্তার, প্রশিক্ষন সম্পাদক -আব্দুল্লাহ হাসনাথ রাফী, উপ প্রশিক্ষন সম্পাদক – মেহেদী হাসান রাফী, বিনোদন ও ভ্রমন বিষয়ক সম্পাদক -আব্দুল কাইয়ুম, উপ- বিনোদন ও ভ্রমন সম্পাদক – জামশেদুর রহমান,ত্রাণ ও দুর্যোগ সম্পাদক – মেহেদী হাসান, উপ-ত্রাণ ও দুর্যোগ সম্পাদক – আনিসুজ্জামান শিহাব, ধর্ম সম্পাদক- মমতাজ বিনতে কামাল, উপ ধর্ম সম্পাদক – সাদেক হোসেন, পথ শিশু, শিক্ষা ও গবেষণা সম্পাদক – জান্নাতুল ফেরদৌস সুমাইয়া, উপ- পথ শিশু, শিক্ষা ও গবেষণা সম্পাদক -আব্দুল কাইয়ুম।

সহ সম্পাদক : মাহতাব চৌধুরী, পারভেজ আহমেদ, নাবিলা, মনজুর আহমেদ, মো সরফরাজ আলম,

সদস্য: নাইম ইসলাম, সাকিব, মিঠুন চক্রবর্তী