Home ব্যাংক-বীমা ১ মার্চ পালিত হবে জাতীয় বীমা দিবস

১ মার্চ পালিত হবে জাতীয় বীমা দিবস


বীমায় সুরক্ষিত থাকলে এগিয়ে যাব সবাই মিলে’ – এই প্রতিপাদ্য সামনে নিয়ে আগামী ১ মার্চ জাতীয় বীমা দিবস উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

ঊুধবার (১৬ ফেব্রুয়ারি) বীমা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১ মার্চ ১৯৬০ তারিখে তৎকালীন আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। গত ১৫ জানুয়ারি ২০২০ তারিখে অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতির পিতার বীমা স্মৃতি বিজড়িত ১ মার্চকে ‘জাতীয় বীমা দিবস’ হিসেবে অনুমোদন দেওয়া হয়। বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এ দিবসটি পালন করা হয়।

এরই ধারাবাহিকতায় আগামী ১ মার্চ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) কোভিড ১৯ এর কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বীমা দিবস ২০২২ উদযাপন করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এছাড়া, দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় বীমা দিবস উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।