Home ক্যাম্পাস খবর চুয়েটে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আগামীকাল বৃহস্পতিবার

চুয়েটে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আগামীকাল বৃহস্পতিবার


চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ (আনুষ্ঠানিকভাবে একযোগে ক্লাস শুরুর উৎসব) আগামীকাল ৩রা মার্চ (বুধবার) ২০২২ খ্রি. অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বর সংলগ্ন বাস্কেটবল মাঠে সকাল ১০.০০ ঘটিকায় আয়োজিত উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ÔCampus Living Rules and General RulesÕ বিষয়ে স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, ÔResearch Collaboration, Industry and University InteractionÕ বিষয়ে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, ÔAcademic OrdinanceÕ বিষয়ে পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, ÔInspiring SpeechÕ বিষয়ে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর বক্তব্য রাখবেন। এতে স্বাগত বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। এছাড়া ÔStudent Discipline Rules (General); Hall Accommodation and Hall Discipline Rules and Extra Curricular ActivitiesÕ বিষয়ে বক্তব্য রাখবেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম।