Home বিনোদন চাঁদপুর জেলা সমিতি ঢাকা এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

চাঁদপুর জেলা সমিতি ঢাকা এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত


জনকল্যাণ ও সমাজ সেবামুলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান চাঁদপুর জেলা সমিতি, ঢাকা এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ শনিবার নরসিংদী ড্রিম হলিডে পার্কের মায়াবী রিসোর্টে সমিতির আজীবন সদস্যদের নিয়ে এ বনভোজন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি, কার্যনির্বাহী সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া (সাবেক এম.পি), কার্যনির্বাহী সদস্য এ্যাড. নুরুল আমিন রুহুল এম.পি, কার্যনির্বাহী সদস্য ও ভূমি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী, সমিতির সিনিয়র সহ-সভাপতি লায়ন বেনজীর আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব জি.এম আতিকুর রহমান, সহ-সভাপতি বোরহান উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ লায়ন আলহাজ্ব মোঃ আরিফ উল্যাহ সরকার, যুগ্ম-সম্পাদক-১ মোঃ শরীফ হোসেন পাটোয়ারী, যুগ্ম-সম্পাদক-২ বিল্লাল হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক মোঃ হারিছ মিয়া শেখ সাগর, প্রচার সম্পাদক খোরশেদ আলম পাটোয়ারী, দপ্তর সম্পাদক মোঃ তাজুল ইসলাম মিয়াজী, ক্রীড়া বিষয়ক সম্পাদক এস.এম মতিউর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রোকনুজ্জামান রোকন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইঞ্জি. মোহাম্মদ আলী, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইয়াহিয়া সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক পীরজাদা শাহ মুহাম্মদ কুদ্দুস, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস মঞ্জুমা হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জমাদার, সহ-দপ্তর সম্পাদক এম হেদায়েত উল্যাহ মানিক, কার্যনির্বাহী সদস্য মোঃ ইসমাঈল হোসেন, মোঃ মোশারফ হোসেন, ব্যারিষ্টার জুয়েল সরকার প্রমূখ।
মধ্যাহ্নভোজের পর বিকাল তিনটায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরে র‌্যাফেল ড্র এর ৫০টি আকর্ষনীয় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজনের আনুষ্ঠানিকতা শেষ করা হয়।
উল্লেখ, চাঁদপুর জেলা সমিতি, ঢাকা ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই চাঁদপুর জেলার জনকল্যাণ ও সমাজসেবামূলক কর্মকান্ড করে আসছে। রাজধানীর মালিবাগে অত্র প্রতিষ্ঠানটির নিজস্ব ভবনে (চাঁদপুর ভবন) কার্যক্রম পরিচালনা করছে।