Home জাতীয় ঢাবি সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাবি সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ) এর
১০ম বার্ষিক সাধারণ সভা ও ইফতার পার্টি আজ ১৫ এপ্রিল ২০২২ (শুক্রবার) বিকাল ৪ টায় ঢাকা
বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি স্বপন কুমার দাসগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্ব স্ব বার্ষিক প্রতিবেদন
উপস্থাপন করেন সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা চৌধুরী এবং কোষাধ্যক্ষ তারিকুল ইসলাম খান রবিন।
ডিইউএমসিজেএএ- এর সদস্যদের অংশগ্রহণে ১০ম বার্ষিক সাধারণ সভায় সংগঠনের উন্নয়নে বিভিন্ন বিষয়
আলোচিত হয় এবং গুরুত্বপূর্ণ কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের কার্যকরী কমিটির সদস্য এম খায়রুল
কবীর বিগত বিশেষ সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন করেন যা সকল সদস্যের অনুমোদনক্রমে গৃহীত হয়।
সভাটি সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মাহমুদ সালাহউদ্দিন চৌধুরী।