Home রাজনীতি আবদুল গাফ্‌ফার চৌধুরীর মৃত্যুতে কাউন্সিলর আলহাজ্ব মোস্তাক আহমেদ গভীর শোক

আবদুল গাফ্‌ফার চৌধুরীর মৃত্যুতে কাউন্সিলর আলহাজ্ব মোস্তাক আহমেদ গভীর শোক


একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রখ্যাত সাংবাদিক, গীতিকার, কলামিস্ট, সাহিত্যিক ও ভাষা সৈনিক আবদুল গাফ্‌ফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, ৬২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোস্তাক আহমেদ।
আজ বৃহস্পতিবার (১৯ মে) এক শোকবার্তায়ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, ৬২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোস্তাক আহমেদ বলেন, “বাঙালি জাতীয়তাবাদ ও বাঙালি জাতিসত্ত্বার অর্জন, বিকাশ এবং সমুন্নত রাখতে আবদুল গাফ্‌ফার চৌধুরীর ভূমিকা অনস্বীকার্য। এছাড়াও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর লেখনীর মাধ্যমে তিনি যেমন বীর মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যুগিয়েছিলেন তেমনি মহান মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনে অসামান্য অবদান রেখেছিলেন।”

কাউন্সিলর মোস্তাক আহমেদ শোকবার্তায় আরও বলেন “আবদুল গাফ্‌ফার চৌধুরী রচিত কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ আমাদের সকল সংকট ও অধিকার আদায়ের সংগ্রামে যেমনি তেজোদ্দীপ্ত স্ফূলিঙ্গের ন্যায় বিকিরণ ছড়াবে তেমনি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুপ্রেরণা যুগিয়ে চলবে। আবদুল গাফ্‌ফার চৌধুরী বাংলা, বাঙালি জাতীয়তাবাদ ও বাংলাদেশের অস্তিত্বের সাথে চির অম্লান হয়ে থাকবেন।”
শোকবার্তায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, ৬২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোস্তাক আহমেদ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।