Home ক্যাম্পাস খবর বাইউস্টে বিল্ডিং ডিজাইন বিষয়ক প্রফেশনাল কোর্স সম্পন্ন

বাইউস্টে বিল্ডিং ডিজাইন বিষয়ক প্রফেশনাল কোর্স সম্পন্ন


পরিক্রমা ডেস্ক : বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট) এর পুরকৌশল বিভাগে আয়োজিত হল  “Certificate Course on Design of RC Building According to BNBC 2020” শিরোনামের প্রফেশনাল কোর্স। শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত কোর্সটি বিগত ২৩ জুলাই শুরু হয়ে ৬ আগস্ট ২০২২ ইং তারিখে শেষ হয়। এতে তৃতীয় ও চতুর্থ বর্ষের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। কোর্সটির উদ্বোধন করেন বাইউস্টের মাননীয় উপাচার্য প্রফেসর বিগ্রেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন, এনডিসি, পিএসসি, (অবঃ)। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, প্রাতিষ্ঠানিকভাবে লব্ধ জ্ঞানের সাথে ব্যবহারিক জ্ঞানের সেতুবন্ধন স্থাপনই প্রকৌশল শিক্ষার মূল লক্ষ্য। ভবন নির্মাণ ও পরিকল্পনার ক্ষেত্রে যথাযথ বিল্ডিং কোড অনুসরণের ওপর তিনি গুরুত্বারোপ করেন। গণপূর্ত অধিদপ্তরের ডিজাইন ডিভিশন—৫ এর নির্বাহী প্রকৌশলী জনাব জাহিদ হাসান খান কোর্সটিতে প্রশিক্ষক হিসেবে ছিলেন। কোর্সটি সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ অনুসারে প্রণয়ন করা হয়। কোর্সটি সমন¦য় করেন পুরকৌশল বিভাগের শিক্ষক জনাব আশরাফুল তামজীদ ও জনাব ইফতেখার আলম দীপ্ত।সমাপনী বক্তৃতায় পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ আবু জাফর অংশগ্রহনকারীদের অভিনন্দন জানান ও ভবিষ্যতেও সমসাময়িক বিষয়ের ওপর নিয়মিত প্রফেশনাল কোর্স আয়োজন অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন। কোর্সটি আয়োজনে বাইউস্ট সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবকে সার্বিক সহায়তা করেন মেটাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড, মোস্তফা বিল্ডার্স, এসকিউব ডিজাইন অ্যান্ড ডেভলপার্স এবং ঋওগঝ বিল্ডিং টেকনোলজি।