Home ব্রেকিং বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে অসহায়ের মাঝে খাবার বিতরণ

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে অসহায়ের মাঝে খাবার বিতরণ

SHARE

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) ঢাকা-৫ আসনের বিভিন্ন এলাকায় এসব খাবার বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ কামরুল হাসান রিপন।

এ সময় তার নির্বাচনী এলাকার অন্তর্গত যাত্রাবাড়ী ডেমরা এবং কদমতলী থানার প্রায় তিন হাজার অসহায় মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়।

কর্মসূচিতে তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ সময় ১৫ আগস্ট নিহত সবার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া কামনা করা হয়।

SHARE